33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

দেশের পরবর্তী বিদেশ সচিব বিজয় কেশব গোখেল

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

বর্তমানে বিদেশ সচিব হিসাবে নিযুক্ত জয়শংকর স্থালাভিষিক্ত হলে পরবর্তী বিদেশ সচিব হিসাবে নিযুক্ত হবেন বিজয় কেশব গোখেল। এবং ২ বছর এই দায়িত্ব সামলাবেন তিনি। মূলত চলতি মাসের ২৮ তারিখ কার্যকাল শেষ হতে চলেছে এস জয়শঙ্করের।



উল্লেখ্য ২০১৫ সালের ২৯ জানুয়ারি বিদেশ সচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন এস জয়শঙ্কর। এরপর ২০১৬-এর জানুয়ারি মাসে তাঁকে আরও এক বছরের জন্য কাজ চালিয়ে যাওয়ার (এক্সটেনশন) নির্দেশ দেওয়া হয়। অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র (২০১৩-১৫) এবং চিনে (২০০৯-১৩) রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন এস জয়শঙ্কর।



অপরদিকে মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ক্যাবিনেট ইতিমধ্যেই বিজয় কেশব গোখেলের নিয়োগে ছাড়পত্র দিয়েছে।
প্রসঙ্গত, ১৯৮১ ব্যাচের এই ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার এর আগে জার্মানি (অক্টোবর’১৩-জানুয়ারি’১৬) ও মালেশিয়ায় (জানুয়ারি’১০-অক্টোবর’১৩) ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তাইওয়ানে ভারত-তাইপাই অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জেনারেল পদেও কাজ করেছেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles