34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক, অভিযোগ ব্রাজিলের হ্যাকিং টিমের বিরুদ্ধে

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

১৯ শে এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠল ব্রাজিলের একটি হ্যাকিং টিমের বিরুদ্ধে। দিন কয়েক আগেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট হানা দিয়েছিল চিনা হ্যাকাররা। তবে এদিন হ্যাকার হানার পর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটটি।

সুত্রের খবর, এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইট supremecourtofindia.nic.in-এ হঠাৎই একটা সবুজ পাতার মতো আইকন ফুটে ওঠে। সেই সঙ্গে পর্তুগিজ ভাষায় লেখা ‘hackeado por HighTech Brazil HacTeam’। এরপরই ওয়েবসাইটটি কাজ করা বন্ধ করে দেয়।

প্রসঙ্গগত দিন কয়েক আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েব সাইক হ্যাক করে চিনা হ্যাকাররা। সাইটটি হ্যাক হওয়ার পরই স্ক্রিনে একটি চিনা শব্দ ভেসে ওঠে। শব্দটির ইংরাজি তরজমা করার পর সেটি দাঁড়ায় ‘জেন’। চলতি বছরের শুরু দিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটও হ্যাকার হানার শিকার হয়েছিল বলে জানা যায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles