ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
১৮ই এপ্রিল উলুবেরিয়া খলিসানী পূর্বপাড়ার বাসিন্দা এক তরুণী কুপ্রস্তাবে রাজি না হওয়ায়, শালীকে অ্যাসিড মারার অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উলুবেরিয়া হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। তবে এই ঘটনার পর পলাতক অভিযুক্ত জামাইবাবু শেখ সরিকুল মাল।
সুত্রের খবর, উলুবেরিয়া খলিসানী পূর্বপাড়ার বাসিন্দা ওই তরুণীকে বেশ কিছু দিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিল তার নিজের জামাইবাবু। সেই কথা সে তার পরিবারকে জানায়। তাই তড়িঘড়ি তাঁরা মেয়ের বিয়ে ঠিক করেন। আগামী সোমবার বিয়ে হবার কথা ওই তরুণীর। আর সেই খবর জানতে পেরেই ১৮ই এপ্রিল রাতে শেখ সরিকুল অ্যাসিড মারে তার শালীকে। ঘটনার দরুন তরুনীর শরীরের অধিকাংশ পুড়ে গিয়েছে বলে জানা যায়। যদিও এই ঘটনার পর উলুবেরিয়া থানায় অভিযোগ জানিয়েছেন তরুণীর পরিবার। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।