37 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: এরশাদ

মিজান রহমান, ঢাকা:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, 'আমাকে রংপুরের ২২টি আসন দেন আমি আপনাদের সরকার উপহার দিব। ১০ টাকা কেজির চাল আর ঘরে ঘরে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। তবে বর্তমান সরকার তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। মানুষ ১০ টাকার চাল ৪০/৫০ টাকায় কিনছে আর বেকাররা চাকরিও পায়নি।'

১৬ই এপ্রিল দুপুরে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন পেশাজীবী জাপাতে যোগদান উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আমার প্রতি যে অত্যাচার আপনি করেছিলেন তার প্রতিফলনে আল্লাহ আপনার বিচার করেছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন খালেদা জিয়া আজ কোথায়? ডাকবাংলো মাঠের জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপার সভাপতি শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আক্তার, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, বিরোধী দলীয় হুইপ শওকত আলী চৌধুরী, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ প্রমুখ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles