20 C
Kolkata
Saturday, December 2, 2023
spot_img

২৪শে এপ্রিল বাংলাদেশের শাহবাগে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

Thank you for reading this post, don't forget to subscribe!

কোটা সংস্কার আন্দোলনের নামে দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ২৪শে এপ্রিল শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

১৬ই এপ্রিল জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী। সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তথাকথিত কোটা সংস্কারের নামে স্বাধীনতা বিরোধীদের এজেন্টরা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারে না। স্বাধীনতা বিরোধীদের এই হীন চক্রান্তকে প্রতিহত করা এখন ঐতিহাসিকভাবে প্রয়োজন এবং তা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

তিনি সকল মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজ কোনও দ্বিধা-দ্বন্দ্ব নয়, কোনও বিভাজন নয়, কোনও নেতৃত্বের প্রতিযোগিতা নয়। সব মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই চক্রান্তকে প্রতিহত করতে হবে। আগামী ২৪শে এপ্রিল দুপুর ২ টো নাগাদ শাহবাগ চত্বরে মুক্তিযোদ্ধা মহাসমাবেশে জাতীয় অস্তিত্ব রক্ষা ও প্রিয় স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

অপরদিকে শ্রমিক কর্মচারি পেশাজীবী সমন্বয় পরিষদ এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ আহুত ৩০শে এপ্রিল মহাসমাবেশ ও ২২শে এপ্রিলের মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভা স্থগিত করা হয়েছে। সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান স্বাক্ষরিত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে সমন্বয় পরিষদের ১৮ই এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দেওয়ার কর্মসূচি বহাল রয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles