30 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

ঝাড়গ্রাম জেলা হাসপাতালের শিরোপাতে সংযোগিত হল একটি নতুন পালক

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

ঝাড়গ্রাম জেলা হাসপাতালের শিরোপাতে একটি নতুন পালক সংযোগিত হল। ঝাড়গ্রাম জেলা হাসপাতালের পুরাতন বিল্ডিং এ থাকা প্রসুতি বিভাগটি এখন ঝাড়গ্রাম সুপার স্পেশালেটি হাসপাতালের ঝা চকচকে বিল্ডিংকেও হার মানাবে। ১৬ই এপ্রিল এই নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন প্রসুতি বিভাগের পাশাপাশি চালু হল একটি ওয়েব সাইড ও একটি পত্রিকার উদ্বোধন করা হয়। এই প্রসুতি বিভাগ চালু হওয়ায় চিকিৎসক মহলের দাবি প্রসুতি মায়েদের চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে যেতে হবে না। এদিন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের পুরাতন ভবনে ঝাড়গ্রাম জেলা প্রশাসন এবং পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে চালু করা হল নতুন রূপে সামনে আসা প্রসুতি বিভাগটি।এতদিন পুরাতন ভবনে পুরতন চেহারায় চলছিল প্রসুতি কক্ষটি। রোগীর আত্মীয় পরিজনদের দাবি ছিল সুপারস্পেশালিটি ভবনের মতো প্রসুতি কক্ষটি করা হোক। সম্পুর্ন সংস্কার করে কক্ষটিকে আধুনিক চেহারা দেওয়া হয়েছে। এদিন প্রসুতি কক্ষ চালু করার সাথেসাথে ঝাড়গ্রাম জেলা হাসপাতেলর জন্য একটি ওয়েব সাইট এদিন লঞ্চ করা হয়েছে। www.jhargramhospital.org নামে এই ওয়েবসাইট থকে সাধারণ মানুষ ঝাড়গ্রাম জেলা হাসপাতাল সম্পর্কে প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে পারবেন। কখন ,কোন দিন কোন চিকিৎসক থাকবেন তাও জানা যাবে এই ওয়েবসাইট থেকে। সব মিলিয়ে আঙুলের ছোঁয়ায় মিলবে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের যাবতিয় তথ্য সামগ্রী। এর সাথে এদিন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক সহ অন্যান্য কর্মীদের কাজ এবং তাদের দায়িত্ব সম্পর্কিত, "ডিউটিস অ্যান্ড রেসপনসিবিলিটি" নামাঙ্কিত একটি বই প্রকাশিত হয় ঝাড়গ্রাম জেলা হাসপাতালের উদ্যোগে। এদিন এই সামগ্রিক কর্মকান্ডে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আর অর্জুন, ঝাড়গ্রামের মহকুমা শাসক নকুল চন্দ্র মাহাতো, ঝাড়গ্রামের এডিপিও দীপক সরকার, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল সুপার মলয় আদক সহ প্রমুখ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles