Tuesday, March 28, 2023
spot_img

গাড়ুলিয়া পৌরসভার প্রাক্তন কংগ্রেস চেয়ারম্যান উষা চৌধুরী সদলবলে বিজেপিতে যোগদান

অরিন্দম রায় চৌধুরী, বারাকপুর, বেঙ্গলটুডেঃ

গাড়ুলিয়া পৌরসভার প্রাক্তন কংগ্রেস চেয়ারম্যান উষা চৌধুরী সদলবলে বিজেপিতে যোগ দিলেন। উল্লেখ্য, নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুতে আসনটি খালি হয়েছে। সেখানে উপনির্বাচনের কথা ভেবেই বিজেপির পক্ষ থেকে আজ এই সভার আয়োজন করা হয়। এদিনের সভায় তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর জন্য সিবিআই নয়, তার দলের নেত্রী মমতা ব্যানার্জীই দায়ী বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উত্তর ২৪ পরগণার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অধীন গাড়ুলিয়ায় আজ রাতে এক জনসভায় দিলিপ ঘোষ অভিযোগ করেন, নারদা এবং সারদা কান্ডে যাতে সুলতান আহমেদ সিবিআইয়ের কাছে সব তথ্য ফাঁস না করে দেন তার জন্য দলনেত্রী তার ওপর চাপ সৃষ্টি করে রাখতেন। তাঁর আরও অভিযোগ, এ রাজ্যে তৃনমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। অনেক নেতাই জেলে যাবেন। তাই নিচু তলার কর্মীদের এবার ভাবতে হবে।

Related Articles

Stay Connected

0FansLike
3,750FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles