অরিন্দম রায় চৌধুরী, শ্যামনগর, বেঙ্গলটুডেঃ
ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্যামনগর পিনকল এলাকায় এক বড়সড় রেল দুর্ঘটনার থেকে রেহাই পেল বহু মানুষ। প্রসঙ্গত শ্যামনগরে ২২নং রেলগেটের কাছে এক নম্বর রেল লাইন ভেঙ্গে যাওয়ায় এই বিপত্তি। তবে দুই কিশোরের প্রচেষ্টায় বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রেহাই।
করন কেশরি এবং তরুন সিং ট্রেন চলে যাবার পর, একটা বিকট আওয়াজ লক্ষ করে। এরপরে তারা লাইনের কাছে গিয়ে দেখে এক নম্বর লাইনের কিছুটা অংশ ভেঙ্গে গেছে। সঙ্গে সঙ্গে তারা স্টেশান মাস্টার কে খবর দেয়। এরপরে তরিঘড়ি লাইনের ভাঙ্গা জায়গাটা মেরামতের কাজ শুরু হয়।