সন্দীপ ঘোষ, ঝাড়গ্রামঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
বাবা ভৈরবের থানে পূজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী তথা নয়াগ্রামের ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত। এবারের পঞ্চায়েত নির্বাচনের বিনপুর ২ ব্লকের চৌদ্দ নম্বর আসনের জেলা পরিষদের প্রার্থী হয়েছেন। ১৩ই এপ্রিল ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের শিলাদার ভৈরবের থানে পূজো দিয়ে ওড়গঁদা এলাকা থেকে প্রচার শুরু করেন উজ্জ্বল বাবু। এদিন তিনি ওড়গঁদা এলাকায় তৃণমূলের নেতা কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। এদিনের প্রচারে মুলত মুখ্যমন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে নামেন উজ্জ্বল বাবু।
উজ্জ্বল বাবু বলেন, সরকারের জনকল্যান মুলক কাজের সুফলের দিক গুলি তুলে ধরা হবে জঙ্গলমহলের সাধারন মানুষজনের মধ্যে। লোক শিল্পীদের নিয়ে গ্রামে গ্রামে গিয়ে গানের মাধ্যমে উন্নয়নের দিক গুলিকে তুলে ধরবে শিল্পীরা। উজ্জ্বল বাবু আরও বলেন, আগামী দিনে এলাকায় কৃষির উন্নয়নের লক্ষ্যে জোর দেওয়া হবে।
এছাড়াও ১৪ই এপ্রিল থেকে জোর কদমে প্রচার শুরু করবেন এবারের এই জেলা পরিষদের প্রার্থী। অন্যদিনে এদিন নয়াগ্রাম ব্লকের দু নম্বর অঞ্চলের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের হয়ে প্রচার করেন নয়াগ্রামের বিধায়ক তথা অদিবাসী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দুলাল মুরমু। এদিন তিনি চাঁদাবিলা দু নম্বর অঞ্চলের নারদা থেকে চাঁদাবিলা পোষ্ট অফিস মোড় পর্যন্ত একটি মিছিল করেন। এই মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক দুলাল মুরমু।