শান্তনু বিশ্বাস, হাবড়াঃ
১৩ই এপ্রিল উত্তর ২৪ পরগনার হাবড়া জানাপুল নতুন হাট এলাকায় রাস্তা পারাপার করতে গিয়ে বাইকের সাথে ধাক্কায় মৃত বছর ৬৫-এর এক বৃদ্ধা। মৃতার নাম বাসন্তী পাল। বাড়ি জানাপুল এলাকায়।
সুত্রের খবর, এদিন হাবড়া জানাপুল নতুন হাট এলাকায় রাস্তা পার হবার সময় বাইকের সাথে ধাক্কায় গুত্বর আহত হন বছর ৬৫-এর ওই বৃদ্ধা। এরপর সাথে সাথে গ্রামবাসী সহ বাইক আরহী আহত বৃদ্ধাকে হাবড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধার চিকিৎসা শুরু হলে কিছুক্ষণ পরেই বৃদ্ধা মারা যায়। এরপর মারা যাওয়ার পরেই পালিয়ে যায় দুজন বাইক আরহী। যদিও স্থানীয় বাসিন্দারা বাইকটিকে আটক করেন। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন।
মৃতার পরিবার সুত্রে জানা যায়, ঘটনার দিন বৃদ্ধা হাসপাতাল থেকে চোখের ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ঘটনার জেরে ইতিমধ্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।