ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
যাঁরা স্মার্টফোন কিনতে চান, নতুন বছরে তাঁদের জন্য দারুণ অফার নিয়ে এল ফ্লিপকার্ট। ৩ রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট ২০১৮ মোবাইল বোনাজ সেল। আর এই অফারটি চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ফ্লিপকার্টের এই অফারে গুগল, স্যামসং, জিওমি, মোটোরোলা এবং আরও অন্যান্য কোম্পানির স্মার্টফোনে পাওয়া যাবে ‘অবিশ্বাস্য অফার’। দেখে নিন কোন স্মার্টফোনে কত ছাড় পাবেন-
১)গুগল পিক্লেল ২- ফ্লিপকার্ট ২০১৮ মোবাইল বোনানজা সেলে গুগল পিক্সেল ২ পেয়ে যাবেন ৬১ হাজার টাকার পরিবর্তে মাত্র ৩৯ হাজার ৯৯৯ টাকায়।
২) স্যামসং গ্যালাক্সি এস৭- ৪৬ হাজার টাকার স্মার্টফোন পাবেন মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
৩) জিওমি রেডমি নোট ৪- 4 GB RAM-র এই ফোন ১২ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে পেয়ে যাবেন মাত্র ১০ হাজার ৯৯০ টাকায়।
৪) মোটো জি৫ প্লাস- ১৬ হাজার ৯৯৯ টাকার এই ফোন পাবেন মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায়।
৫) মোটো সি প্লাস- ১৬ জিবি স্টোরেজের এই ফোন ৬ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে পাবেন মাত্র ৫ হাজার ৯৯৯ টাকায়।
৬) লেনোভো কে৫ নোট- 4 GB RAM এবং ১৬ জিবি স্টোরেজের এই ফোন ১৩ হাজার ৪৯৯ টাকার পরিবর্তে পেয়ে যাবেন মাত্র ১১ হাজার ৪৮১ টাকায়।
৭) স্যামসং ওএন৫ এবং জে৩ প্রো- ফোন দুটি যথাক্রমে ৬ হাজার ৪৯০ টাকা এবং ৬ হাজার ৯৯০ টাকায় পেতে পারেন।