ওয়েবডেস্ক, বেঙ্গলটুডেঃ
গত বছরের মে মাসে বুদ্ধগয়ায় দ্বাদশ শ্রেণীর ছাত্র আদিত্য সচদেব নামে এক যুবক নিজের বন্ধুদের সাথে নিয়ে মারুতি সুইফট গাড়িতে ফিরছিল। সেই সময় তার গাড়ি রকি যাদবের গাড়িকে ওভারটেক করে। সেই রাগেই আদিত্যকে গুলি করে খুন করে রকি ও তার সঙ্গীরা। আর সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেল রকি যাদব। এর পাশাপাশি নিজের ছেলেকে সহায়তা করায় বিন্দি যাদবকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
ঘটনা সুত্রে জানা যায়, ৩১শে আগস্ট আদালত রায় ঘোষনা করে। রকির পাশাপাশি আর ৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে ৩ জন যাবজ্জীবন ও ১ জন পাচ বছরের কারাদণ্ড প্রাপ্ত হয়।
You May Share This