শান্তনু বিশ্বাস, বনগাঁঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
১২ই এপ্রিল বনগাঁ থানার অন্তর্গত গঙ্গা নার্সিংহোম ও ডা: বিবি বিশ্বাসের চেম্বারে বনগাঁ থানার অন্তর্গত ভরতপুরের বাসিন্দা প্রসূতি দিপা রায় (২৪) এর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। মৃতের স্বামীর অভিযোগ, “ভুল চিকিৎসার জন্য আমার স্ত্রী মারা গেছে, ডাক্তার ও নার্সিংহোম কতৃপক্ষের শাস্তি চাই”।
সুত্রের খবর, বিগত ৯ই এপ্রিল বনগাঁ থানার অন্তর্গত ভরতপুরের বাসিন্দা দিপা রায় (২৪) স্থানীয় ডাক্তার ডা: বিবি বিশ্বাসের চেম্বারে গেলে ডাক্তার ওই মাহিলার গর্ভের সন্তান নষ্ট হয়েছে তাই ওয়াশ করবার জন্য গঙ্গা নার্সিংহোমে ভর্তি হতে বলে ৷ এরপর ১০ই এপ্রিল অপারেশন হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বনগাঁ হাসপাতালে ট্রান্সফার করা হয় এবং ১২ই এপ্রিল ভোর ৪টে নাগাদ তার মৃত্যু হয় বলে জানা যায়। এক্ষেত্রে মৃতার স্বামী অমিত রায় বলেন, “ভুল চিকিৎসার জন্য আমার স্ত্রী মারা গেছে, ডাক্তার ও নার্সিংহোম কতৃপক্ষের শাস্তি চাই”। মুলত এই অভিযোগের ভিত্তিতে ১২ই এপ্রিল সকাল ১০ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গঙ্গানার্সিংহোম ও ডাক্তার বিবি বিশ্বাস এর চেম্বার ভাঙচুর করে ৷
পুলিশ সুত্রে খবর, এদিন সকালে ঘটনার খবর জানার পর সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন বনগাঁ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সাথেও ক্ষুব্ধ বাসিন্দাদের ধস্তাধস্তি হয়। যদিও কিছু সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন বনগাঁ থানার পুলিশ।