33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

অনশনে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সামিল দেশজোড়া বিজেপি কর্মীরা

ওয়েবডেস্ক, বেঙ্গলটুডে, নয়াদিল্লিঃ

পূর্ব ঘোষণা মতই আজ অনশনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে গোটা দেশের বিজেপি সাংসদ থেকে শুরু করে দলীয় নেতারাও প্রতিবাদে সামিল হবেন। এই প্রতিবাদ মূলত কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে। বিরোধীরা সংসদে কার্যকরী সময় বরবাদ করে দেশের গণতান্ত্রিক পদ্ধতির ক্ষতি করছেন, এই অভিযোগেই আজ বিজেপি-র প্রতিবাদ আন্দোলন। এইদিনটিকে পদ্মশিবির ‘সমতা দিবস’ হিসাবে পালন করবে।

বিজেপি নেতা মন্ত্রীদের সঙ্গে এক টেলি কন্ফারেন্স কথা বলার সময় মোদী জানিয়েছেন , যাঁরা ২০১৪ সালের ভোট যুদ্ধ জিততে পারেননি, তাঁরা এখন দেশকে এগিয়ে যেতে দিচ্ছেন না। তাঁরা চান না সংসদ কাজ করুক একদিনও। তাঁরা গণতন্ত্রকে খুন করেছেন বলেও এদিন সোচ্চার হন মোদী। তিনি জানান বিজেপির সমস্ত নেতামন্ত্রীর সঙ্গে তিনিও এদিন অনশনে সামিল হবেন । তবে এই অনশনের পাশাপাশি, প্রধানমন্ত্রী হিসাবে তাঁর সমস্ত দায়িত্ব কর্তব্য তিনি পালন করবেন বলেও জানান।

এদিন ,দেশ জো়ড়া ২ হাজার বিজেপি কর্মী সামিল হবেন এই অনশন আন্দোলনে। যাঁদের মধ্যে থাকছেন বিধায়ক, সাংসদরাও। দেশের ৬০০ টি বিজেপি জেলা হেডকোয়াটার্স এদিন একযোগে অনশনে সামিল হতে চলেছে। এর আগে বিজেপি কর্মীদের সঙ্গে চেলি কনফারেন্সে মোদী জানান, আরও বেশি মিডিয়া ও মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে। যাতে কংগ্রেসের অন্যায় গুলি মানুষের সামনে তুলে ধরা যায়।এদিন, তামিলনাড়ুতে মোদী প্রতিরক্ষা প্রদর্শনী উদ্বোধনও করবেন। তবে তার সঙ্গেই চলবে অনশন। এদিকে, রাজনাথ সিং সমতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী নয়াদিল্লিতে অনশনে থাকবেন। অন্যদিকে ,বাকি কয়েকজন মন্ত্রী থাকবেন বিভিন্ন সংসদীয় এলাকায়।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles