31 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

শিক্ষক দিবস উপলক্ষে ইলিশ দিয়ে শিক্ষক বরন বারুইপুরে

ওয়েবডেস্ক, বারুইপুর, বেঙ্গলটুডেঃ

দক্ষিন ২৪ পরগনার বারুইপুরে তৃনুমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে শিক্ষকদের হাতে ইলিশ তুলে দিলেন সংগঠনের কর্তারা। মূলত বারুইপুরের দীপমহলে ইলিশ উৎসবের আয়োজন করেছিলেন শিক্ষক নেতারা। অতিথি বরন থেকে শুরু করে শিক্ষকদের ভালো কাজের সম্ভর্থনা সবই ছিল ইলিশময়। এমনকি প্রায় ২৫০ জনের বেশি শিক্ষক শিক্ষিকার হাতে ১০০ কেজির বেশি ইলিশ দেওয়া হয়।

এছাড়া কাঁচা ইলিশের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্য ছিল ভাপা ইলিশ, ইলিশ ভাজা, ইলিশ পাতুরি সহ আরও নানা রকমের পদ। তবে এই গোটা অনুষ্ঠান কেবলমাত্র ইলিশময় ছিল না এর পাশাপাশি নাচ, গান, আবৃতি প্রভৃতি বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এক্ষেত্রে পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতি তথা বারুইপুর দক্ষিন বিভাগের সভাপতি সুব্রত হালদার বলেন, “প্রতিবছর ইলিশের মরশুমে শিক্ষক দিবসের অনুষ্ঠান হলেও, ইলিশের যোগান থাকে না। আর এত সস্তায় ইলিশ মাছও পাওয়া যায় না। তাই এবছর শিক্ষক দিবসে ইলিশ দিয়ে শিক্ষক বরন।” এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুরসভার বিভিন্ন কর্তা ব্যাক্তিরাও।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles