অরিন্দম রায় চৌধুরী, কাচড়াপারা, বেঙ্গলটুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
ক্রমশ বাড়ছে বিজপুরে রাজনিতির পারাদ।মুকুল রায় কে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে কাচড়াপাড়ার বিজেপির কর্মীরা। বিজেপির কর্মীরা মিছিল করলেন মুকুল রায়ের পাড়ায়।মুকুলের নামের পোষ্টার, কাট আউটে, দলীয় পতাকায় ঢাকল কাচড়াপাড়া এলাকা।
পথ চলতি মানুষকে লাড্ডু খাওয়ায় বিজেপির কর্মীরা।এখন শুধু বাড়িতে আসার অপেক্ষায় মুকুল রায়। বাড়িতে এলে কাঁচরাপাড়ার বিজেপি কমি’রা ফুল,মিস্টি দিয়ে স্বাগত জানাবে বলে ঠিক করেছেন।