41 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

আলজেরিয়ায় ভেঙে পড়ল সেনা বিমান, মৃত বেশ কিছুজন

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

এদিন সকালে আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই একটি চাষের খেতে ভেঙে পড়ে আলজেরিয়ার সেনাবাহিনীর বিমান। এই দুর্ঘটনার বেশ কিছু জনের মৃত্যু হয়। তবে মোট কতজনের মৃত্যু হয়েছে তা বলা সম্ভব হচ্ছে না।

কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন সকালে আলজেরিয়ার রাজধানী শহর আলজিয়ার্সের বউফারিক মিলিটারি এয়ারপোর্টে এই বিমানটি ভেঙে পড়ে। এটি সেদেশের বায়ুসেনার সবথেকে বড় বিমানঘাঁটি। যে কয়েকটি ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে, তাতে দুর্ঘটনাস্থলে পড়ে থাকা বিমানের ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়ায় উঠে আসতে দেখা গিয়েছে।

আলজেরিয়ার জন সুরক্ষা দফতরের মুখপাত্র মহম্মদ আকুর জানিয়েছেন, "বিমানটি রাজধানী আলজিয়ার্সের দক্ষিণ-পশ্চিম দিকে ৩০ কিমি দূরে বুফারিক থেকে দক্ষিণ পশ্চিম আলজেরিয়ার বেচার অঞ্চলে যাচ্ছিল। বিমানটিতে সেনাকর্মীরা ছিলেন। প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে মৃতের সংখ্যা বলা হয়নি। তবে মৃতদের পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ফলে মোট কতজনের মৃত্যু হয়েছে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। "

আলজেরিয়ার সেনাবাহিনী সূত্রে খবর, সোভিয়েত ইউনিয়নের নকশায় তৈরি বিমানটি বেচারে যাওয়ার পথে দক্ষিণ আলজেরিয়ার টিনডুফ অঞ্চলে নামার কথা ছিল। ওই অঞ্চলে পশ্চিম সাহারা থেকে আসা শরণার্থীদের বাস। কিন্তু সেখানে যাওয়ার আগেই বিমানটি একটি কৃষিক্ষেত্রে ভেঙে পড়ে। ওই অঞ্চলে কোনও জনবসতি নেই। জরুরি পরিষেবা বিভাগের আধিকারিকরা ওই অঞ্চল ঘিরে রেখেছেন। আপাতত উদ্ধারকার্য চলছে।

প্রাথমিক খবর অনুযায়ী, বিমানবন্দর থেকে ওড়ার পর পরই ভেঙে পড়ে বিমানটি। যদিও, দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বউফারিক বিমান ঘাঁটি থেকে বিমানটি দক্ষিণ-পশ্চিম আলজেরিয়ার শহর বেছারে যাচ্ছিল। চার বছর আগেও আলজেরিয়ায় একটি সামরিক বিমান ভেঙে পড়ে ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles