ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:
Thank you for reading this post, don't forget to subscribe!
৩১ শে ডিসেম্বর অর্থাৎ ২০১৭ র একদম শেষ দিনে কোষ্টারিকায় এক যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হয় ১২ জন বিমান যাত্রীর। এদের বেশির ভাগই ছিল বিদেশি পর্যটক।
মূলত এদিন সিঙ্গল প্রপেলারের এই ব্যক্তিগত মালিকানাধীন বিমানটি প্যাসিফিক কোস্টাল বিচের খুব কাছ দিয়ে যাচ্ছিল। এমন সময় কিছু যান্ত্রিক গোলযোগের কারনেই সেখানে ভেঙে পড়ে। তবে এই নেচার এয়ার ডোমেস্টিকের এয়ারলাইনের এই বিমানটির স্যান জোসের জুয়ান স্যান্টামারিয়া বিমান বন্দরে নামার কথা ছিল। কিন্তু বিমানটির ভেঙে পড়ার দরুন ১০ জন পর্যটকসহ ২ জন স্থানীয় বিমান কর্মীর মৃত্যু হয়।
অপরদিকে বছরের শেষে ছুটির দিনগুলো কাটাতে এই কোস্টা রিকা অঞ্চলে প্রচুর পর্যটকদের ভিড় হয়। আর এই পর্যটকদের মধ্যে বেশিরভাগই আমেরিকার বাসিন্দা। তাই এই বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে কোনো আমেরিকা বাসী আছে কি না তা খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কোস্টা রিকার প্রেসিডেন্ট লুইস গুল্লারমো সলিস রিভেরা।