24 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখনই ভ্যাট নয় : বাংলাদেশের প্রধানমন্ত্রী

মিজান রহমান, ঢাকা:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ই এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।

এমনকি বৈঠক শেষে সাংবাদিকদের পরিকল্পনা মন্ত্রী বলেন, “এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তথা শিক্ষায় ভ্যাট না বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘এখনই শিক্ষায় ভ্যাট বসানো হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেওয়া যাবে না।’ অর্থমন্ত্রী যা বলেছেন সেটি উনার ব্যক্তিগত বক্তব্য।”

মুস্তফা কামাল আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাট সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবনের সব কিছুই ভ্যাট মুক্ত থাকবে।’ রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

উল্লেখ্য, বিগত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে বাংলাদেশ অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশনি ফির উপর কর আরোপ হবেই। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কিভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনো ছাড় দেব না।’ গত অর্থবছর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমবারের মতো ভ্যাট আরোপ করেছিল সরকার। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের মুখে পরে তা প্রত্যাহার করতে হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles