Friday, January 27, 2023
spot_img

সংসদে অচলাবস্থার প্রতিবাদে একদিনের অনশনে বসতে চলেছে মোদী-শাহ

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ

সংসদের অচলাবস্থার প্রতিবাদে এবার একদিনের অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। এক্ষেত্রে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে অনশনে যোগ দেবেন বিজেপির সাংসদ ও নেতারাও। ১২ এপ্রিল অনশনে বসবেন তাঁরা।

বিগত ৬ এপ্রিল বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্বে বিরোধীদের হট্টোগোলের জেরে সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলতে পারেনি। এর দরুন রাজ্যসভার অধিবেশনে ১২১ ঘণ্টা সময় নষ্ট হয়েছে এবং মাত্র ৪৪ ঘণ্টা চলেছে সংসদ। ২৭ দিন সংসদের উচ্চকক্ষে প্রশ্নোত্তর পর্ব হতে পারেনি। মূলত এর জেরেই একদিনের অনশনে বসতে চলেছে মোদী-শাহ। এমনকি সংসদে অচলাবস্থার জন্য কংগ্রেস-বিজেপি একে অপরকে দোষারোপ করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারের কথায়, ”নেতিবাচক নীতির ফল কংগ্রেসকে নির্বাচনে ভুগতে হবে।”

অপরদিকে বিরোধীদের চাপে ফেলতে ২৩ দিনের বেতন ও ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনডিএ সাংসদরা। কংগ্রেসের অবশ্য দাবি, সংসদ সচল রাখার দায়িত্ব শাসক দলের। বিরোধীদের সঙ্গে আলোচনার চেষ্টাই করেনি তারা।

Related Articles

Stay Connected

0FansLike
3,681FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles