24 C
Kolkata
Tuesday, March 19, 2024
spot_img

ঝাড়গ্রাম জেলার নতুন পালক কোলেসিস্টেকটমি বা গলব্লাডার অপারেশন

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রামঃ

লাইন দিয়ে দীর্ঘক্ষন অপেক্ষা আর নয় ঝাড়গ্রাম জেলার নতুন পালক কোলেসিস্টেকটমি বা গলব্লাডার অপারেশন। দীর্ঘ দিন লাইন দিয়ে অপেক্ষার পর ঝাড়গ্রাম সুপার স্পশালিটি হাসপাতালে মিলত অপারেশন। এবার আর অপেক্ষা নয় উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে এক ধাপ এগিয়ে সম্পূর্ণ বিনা পয়সাতে নতুন ভাবে সংযোজিত হল গোপিবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কোলেসিস্টেকটমি অপারেশন যা গল ব্লাডার অপারেশন নামেও পরিচিত।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের জঙ্গলমহল তথা ঝাড়গ্রামে রয়েছে তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল যার ফলে স্বাস্থ্য পরিষেবা দিনে দিনে উন্নতির পথে এগিয়ে চলেছে। ঝাড়গ্রাম জেলার উন্নত স্বাস্থ্য পরিষেবার জেরে শুধু ঝাড়গ্রাম জেলার মানুষ নয় জোলার সীমান্তবর্তী রাজ্য ঝাড়খন্ড, ওড়িশা থেকেও মানুষের ঢল রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল গুলোতে। আগামী দিনে আরো উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দিতে এবার নতুন সংযোজন হল গল ব্লাডার পাথর অপারেশন।

১০ই এপ্রিল গোপিবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম বেলিয়াবেড়া ব্লকের চরচিতা গ্রামের মহিলা স্বর্ণলতা বিন্ধানী (৩০) এর শরীরে কলেসিস্টেকটমি অপারেশন করা হয়। পূর্বেই গোপিবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরী হয়েছিল উন্নত পদ্ধতিতে চোখের অপারেশন, দাঁতের চিকিৎসা ব্যবস্থা এর পর নতুন করে জেলার মুকুটে সংযোজন হল ওপেন সার্জারি। পাশাপাশি নয়াগ্রামেও কয়েক মাস আগে চালু হয়েছিল ব্লাড ব্যাঙ্ক।

জেলার হাসপাতাল গুলোতে উন্নত স্বাস্থ্য পরিষেবা পেয়ে জেলার মানুষ তো ভীষন ভাবে খুশি তার চেও আরো ভীষন ভাবে উপকৃত হচ্ছে সীমান্তবর্তী রাজ্যের মানুষগুলো। সম্পূর্ণ বিনা পয়সাতে উন্নত চিকিৎসা পাওয়াতে তাদের আর দূর দূরান্তে দৌড়াতে হচ্ছে না।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles