ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
১০ই এপ্রিল মালয়েশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জিতে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে নিশ্চিত করল ভারতীয় পুরুষ হকি দল।
এদিন পুল বি-র ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩ মিনিটেই ভারতের হরমনপ্রীত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারতীয় হকি দল। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই ফয়জল সারির গোলে সমতায় ফেরে মালয়েশিয়া। এরপর ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীত সিংয়ের গোলেই ব্যবধান বাড়িয়ে নেয় ভারত। হরমনপ্রীতের জোড়া গোলেই শেষ পর্যন্ত মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় ভারত। ১১ই এপ্রিল পুল ‘বি’-র শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।