শান্তনু বিশ্বাস, বনগাঁঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
২০১৮-র নির্বাচনে উওর ২৪ পরগনায় প্রথম জয়ী বিনা প্রতিদ্বন্দ্বীতায়। উওর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া পঞ্চায়েতের ২,ও ৮ নম্বর বুথ জয়ন্তীপুর দক্ষিণে তৃনমূলের মৌমিতা তরফদার ও খলিত পুর পশ্চিমে মালবিকা রজক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল। এদিন জয় লাভের পর স্থানীয় তৃণমূল কর্মীদের পক্ষ থেকে সবুজ আবির খেলার পাশাপাশি এলাকার মানুষদের মিষ্টি মুখও করান হয়।
এরপর প্রার্থীরা নিজে সাংবাদিকদের ক্যামেরার সামনে জানায়, “এই ভাবে জয়লাভ চায়নি, বিরোধী দের সাথে ভোটের ময়দানে লড়ে জিততে চেয়ে ছিলাম। কিন্তুু শেষ পাঁচ বছরের মমতা ব্যানার্জীর উন্নয়নের সামনে বিরোধীরা কোন প্রার্থী খুঁজে পায়নি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ আমাদের।”