Tuesday, March 28, 2023
spot_img

ব্যারাকপুরে সাত সকালেই মঙ্গল পান্ডের মূর্তির পাদদেশে রেল রাজ্য মন্ত্রী

অরিন্দম রায় চৌধুরী, বারাকপুর, বেঙ্গলটুডেঃ

ব্যারাকপুরে আজ বি.জে.পি দলের জেলার ডাকে শ্যামনগর গারুলিয়া অঞ্চলে এক বিশেষ সভায় হাজীর হওয়ার আগে ব্যারাকপুর এস. এন.ব্যানার্জি রোডে সুরেন্দ্রনাথ কলেজের পাশে অবস্থিত মঙ্গল পান্ডের আবক্ষ্য মূর্তিতে আজ সকালে মাল্যদান করতে আসেন কেন্দ্রীয় রেল রাজ্য মন্ত্রী মনোজ সিনহা।

মূর্তিতে মাল্যদানের পর তিনি সাংবাদিকদের সরাসরি মুকুল রায় সম্বন্ধে বলেন “মুকুল রায় মাটির কাছের নেতা, কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চিত ভাবনা চিন্তা করেই মুকুল রায়কে দলে নেওয়ার সিধান্ত নিয়েছেন। মুকুল রায় তার প্রভাব খাঁটিয়ে আগামী নির্বাচনের আগে নিশ্চয় বি.জে.পি-র সংঘটন বাড়ানোর ব্যাবস্থা করবেন বলেই কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন।

বাংলা থেকে সি.পি.এম ও তৃণমূল দলকে বঙ্গোপসাগরের ওপারে ফেলার দায়িত্ব মুকুল বাবুই করতে পারবেন।” নারদা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন “নারদা নিয়ে সি.বি.আই তদন্ত করছে, তাই সি.বি.আই তদন্ত তার গতিমতই চলবে, সেখানে আমাদের কিছুই বলার নেই।”

Related Articles

Stay Connected

0FansLike
3,750FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles