31 C
Kolkata
Friday, April 19, 2024
spot_img

পঞ্চায়েত ভোটের আগেই খুন হল ১ যুব তৃনমূল কর্মী

শান্তনু বিশ্বাস, আমডাঙ্গাঃ

উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত মরিচা গ্রাম এলাকায় পঞ্চায়েত ভোট শুরু হতে না হতেই রবিবার রাতে খুন হলেন এক যুব তৃণমূল কংগ্রেস নেতা। অভিযোগ, ঘটনার দিন মহঃ সরিফুল হক মন্ডল (৩৬) নামে ওই যুবককে কেউ ফোন করে ডাকে পাশের একটি এলাকায় এবং সেখানেই গলার নলি কেটে  খুন করা হয় তাকে। রাত ৯টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন ও পুলিশ। যদিও এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আমডাঙ্গা থানায়। তদন্তে নেমে পুলিশ সরিফুল খুনে দুই জনকে গ্রেফতার করেন। থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মানস দাস জানান, ধৃতরা হল মোফিজুল মন্ডল এবং জিয়ায়ুল মন্ডল।

পরিবার সুত্রে জানা যায়, নিহতের দাদা মহঃ জিয়াউল ইসলাম মরিচা গ্রাম পঞ্চায়েতের পূর্বতন বোর্ডের তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন। কিন্তু গোষ্ঠী কোন্দলের জেরে তিনি এবার ৮ই এপ্রিল মরিচা গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতাদের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন আমডাঙ্গা বিডিও অফিসে ।

তদন্ত নেমে এখনও পর্যন্ত দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ। বর্তমানে এই ঘটনার জেরে গ্রামে আতঙ্কের সাথে এলাকায় শোকের ছায়া নেমেছে। এখন তদন্ত সাপেক্ষ এটাই, গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই কি খুন হতে হল বছর ৩৬ এর সরিফুল কে, না এর পিছনে লুকিয়ে আছে অন্য কোন কারন?

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles