Tuesday, March 28, 2023
spot_img

কুকুরদের প্রতি স্নেহ, ভালবাসার দরুন পথ শিশুদের পুরস্কৃত করল পশুপতি অ্যানিমাল লাভার অ্যাসোসিয়েশন

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডে:

বর্তমানে যখন মানুষ মানবতা বোধ হারিয়ে ফেলে হিংস্রতর হয়ে উঠছে, সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে তাদের সেই হিংস্রতার প্রতিচ্ছবি সকলেই দেখতে পাচ্ছেন। আর ঠিক এমন সময় বর্ষ বরন হিসাবে অর্থাৎ নতুন বছরকে অন্যভাবে আপ্যায়ন করলেন পশুপতি অ্যানিমাল লাভার অ্যাসোসিয়েশন।

মূলত বিধাননগর স্টেশন চত্বরে যে সমস্ত শিশুরা থাকেন সেই সকল শিশুরাই বিধাননগর স্টেশন চত্বরের কুকুরদের দেখভাল করে। তাদের নিয়মিত খাবার দেওয়ার দায়িত্বও থাকে তাদের এই সমস্ত শিশুদের উপর। আর তাই ১ লা জানুয়ারি ২০১৮ সালে নতুন বছরে যখন সবাই আনন্দে কেউ পার্কে, কেউ চিরিয়াখানা, কেউ বা পিকনিক করতে মগ্ন ছিলেন ঠিক সেই সময় পশুপতি অ্যানিমাল লাভার অ্যাসোসিয়েশন নামক একটি বেসরকারি সংস্থা বিধাননগর স্টেশন চত্বরে এই সমস্ত শিশুদের উৎসাহ দিতে বছরের প্রথম দিন ১১ জন শিশুদের হাতে তুলে দিলেন গরম কম্বল ও পুরস্কার হিসেবে কেক।

এমনকি এর পাশাপাশি বিধাননগর স্টেশন চত্বরের কুকুরদের জন্য এই সমস্ত শিশুদের হাতে তুলে দেওয়া হয় কুকুরদের জন্য প্রয়োজনীয় কিছু খাবার ও ওষুধ। এবং তারা সেই খাবার নিজ হাতে কুকুদের মুখে তুলে দেন। এক্ষেত্রে সংস্থা সদস্য অর্পিতা চৌধুরী বলেন, আজকের দিনে রাস্তার কুকুরদের নানা ভাবে দূঘটর্না ঘটে, পাশাপাশি তাদেরকে পথ যাএীরা অবহেলা করে, আর সেখানে এই শিশুদের দেখে যদি সাধারণ মানুষ কুকুরদের প্রতি তাদের মানবিকতা দেখান তাদের একটু স্নেহ, ভালোবাসা দিয়ে তাদের পাশে দাড়ায়। তাঁর জন্য কিছু পুরস্কার তুলে দিলাম ছোট শিশুদের হাতে।

Related Articles

Stay Connected

0FansLike
3,749FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles