ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
রাজ্যে পঞ্চায়েত ভোটের হিংসা ও বিদ্বেষ নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল বিজেপি। বিজেপির সেই মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। মূলত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।
রাজ্যে অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি সম্প্রতি পশ্চিমবঙ্গের হয়ে মামলা লড়ার জন্য সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিশেষ দলও গঠন করেছিল বিজেপি। কিন্তু সেই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।
বিজেপির অভিযোগ, শাসকদলের বাধায় মনোনয়ন পত্র পেশ করতে পারছেন না বিরোধীরা ৷ এই অবস্থায় রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি ৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিলে আইনি জটিলতায় পঞ্চায়েত ভোট আটকে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিলেন কেউ কেউ ৷ এই বিষয়ে ৯ই এপ্রিল সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।