28 C
Kolkata
Friday, September 22, 2023
spot_img

কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে ফের পদক জয় ভারতের

ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

২০১৮-র কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে ফের পদক জয় ভারতের। এবার কমনওয়েলথে ভারোত্তলনে রুপো জিতলেন প্রদীপ সিং। কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে ১০৫ কেজি বিভাগে ভারতকে রূপো এনে দিলেন ভারোত্তলক প্রদীপ সিং।

৯ই এপ্রিল ২০১৮-র কমনওয়েলথ গেমসে পুরুষদের ভারোত্তলনে ১০৫ কেজি বিভাগে স্ন্যাচে প্রথমবার ১৪৮ কেজি ভার তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় ১৫২ কেজি ভার তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথমবার ২০০ কেজি তুলতে সক্ষম হলেও দ্বিতীয়বার ২০৯ কেজি তুলতে পারেননি প্রদীপ। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩৫২ কেজি ভার তুলে রুপো জিতলেন প্রদীপ সিং।

উল্লেখ্য এরই মধ্যে ৫টি সোনা, ৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় ভারোত্তলকরা। মূলত সব মিলিয়ে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে ১০টি পদক ভারতের ঝুলিতে।

Related Articles

Stay Connected

0FansLike
3,869FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles