32 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

বসিরহাটে বিজেপি জেলা পরিষর্দের বাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উওর ২৪ পরগনা জেলায় একের পর এক চলছে বিদ্বেষ। মূলত মনোনয় পত্র জমা নিয়ে চারিদিকে অসন্তোষ ঘটে চলেছে। ঠিক একই রকম বিদ্বেষের ঘটনা দেখতে পাওয়া যায় ৭ই এপ্রিল বসিরহাট মহাকুমা সন্দেশখালির থানার অন্তর্গত আতাপুর এলাকায় ৷ বিজেপি প্রার্থীর নমিনেশানে দেওয়ার খবর হতেই, ওই প্রার্থীর বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সুত্রের খবর, পুস্পীতা প্রামানীক নামে ওই বিজেপি প্রার্থীর বাড়ি সন্দেশখালি ২নং ব্লকের মনীপুর পঞ্চায়েতের আতাপুর গ্রামে । এদিন রাতে প্রায় ৫০-৬০ জন শসস্ত্র দুষ্কৃতী পুস্পীতার বাড়িতে হামলা করে ৷ বাড়ি ভাঙচুর, বাড়ির জিনিসপত্র লুটপাট করে, মারধর , বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় এমনকি বাড়ির খাওয়ার জলের টিউব ওয়েলও ভেঙে দেওয়ার অভিযোগ। এছাড়া আরও জানা যায়, ঘটনার দিন রাতে পুস্পীতা প্রামানীক বাড়ি না থাকায় পুস্পীতার বাবা মা ও দাদাকে মারধর করে ওই দুস্কৃতিরা। এর পাশাপাশি প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও ঘটনার খবর পাওয়ার সাথে সাথে সন্দেশখালি থানার পুলিশ পুস্পীতার বাড়িতে গিয়ে উপস্থিত হয়।

অভিযোগ, পুস্পীতা এবছর ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে দাড়াচ্ছে এই খবর হতেই প্রতিনিয়ত হুমকি দিত বহিরাগত কিছু দুষ্কৃতিরা , ভোটে দাড়াতে বা বিজেপির হয়ে প্রচার করতে বারন করত তারা ৷ কিন্তু হুমকিতে কাজ না হওয়ায় এদিন গভীর রাতে পুস্পীতা প্রামানীকের বাড়ি চড়াও হয় একদল দুষ্কৃতি ৷ এরা সবাই তৃনমুল আশ্রীত বলে দাবী করেন পুস্পীতা প্রামানীক ও তার পরিবার।

পুলিশি সুত্রে খবর, এদিন রাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় সন্দেশখালি থানার পুলিশ। বর্তমানে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles