33 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

থ্রিআর ফোরামে যোগ দিতে ভারত যাচ্ছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরামের সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতের মধ্য প্রদেশের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী ৮ই এপ্রিল সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী সোমবার থেকে থ্রিআর ফোরামের বৈঠক শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ বৈঠক আগামী ১২ই এপ্রিল শেষ হবে। ভারতের গৃহায়ন ও শহর বিষয়ক মন্ত্রণালয়, জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের (ইউএনসিআরডি) যৌথভাবে এ ফোরামের বৈঠকের আয়োজন করেছে।

৭ই এপ্রিল শনিবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়,উচ্চ পর্যায়ের এ ফোরামে বিশ্বের ৪১টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য একবিংশ শতাব্দীতে নির্মল বায়ু, বিশুদ্ধ পানি ও ভূমিধ্বংস প্রতিরোধে পরিবেশ সংরক্ষণের অন্যতম মৌলিক ধারণা থ্রিআর প্রয়োগের কৌশল নিয়ে আলোচনা করবেন। একই সাথে তারা গত বছর অস্ট্রেলিয়ার এডেলেইড কনভেনশন সেন্টারে আয়োজিত থ্রিআর সম্মেলনের অগ্রগতি পর্যালোচনা করবেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles