ওয়েবডেস্ক, বেঙ্গল টুডেঃ
৭ই এপ্রিল নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারের ৫০ তলায় আগুন। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর স্থানীয়রা দমকলে খবর দেন। মূলত ঘটনাস্থলে কমপক্ষে ৩৩টি ইঞ্জিন ও ১৩৮ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ করেন। কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রণে এলে ওই তলা থেকে অচৈতন্য অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করা হয় এবং দ্রুত তাকে নিকটবর্তী মাউন্ট সিনাই রুজভেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, আগুন নেভাতে গিয়ে ৪ জন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
সুত্রের খবর, এদিন সন্ধ্যায় হঠাৎ করে ওই ৫০ তলা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। পরে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাস্থলে দমকলের ৩৩টি ইঞ্জিন ও ১৩৮ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ করেন। পরে পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশও। এদিন ট্রাম্প টাওয়ারের পার্শ্ববর্তী রাস্তা বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, এই বিল্ডিংটি ট্রাম্প অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স। সেইসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পেন্টহাউজও রয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গগত, এদিন আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকলকর্মীদের অভিবাদন জানিয়ে টুইট করেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লেখেন, ট্রাম্প টাওয়ারে আগুন নিভে গেছে। দমকলকর্মীরা দারুণ কাজ করেছেন। তাদের ধন্যবাদ।
Fire at Trump Tower is out. Very confined (well built building). Firemen (and women) did a great job. THANK YOU!
— Donald J. Trump (@realDonaldTrump) April 7, 2018
তবে ঠিক কি কারনে আগুন লেগেছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি।