শান্তনু বিশ্বাস, হাবড়াঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
সম্প্রতি বেশ কিছু দিন ধরে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের যাত্রী প্রতিক্ষালয়ে অজানা লোকের আনাগোনা হওয়ায় অভিযোগে ৭ই এপ্রিল খাদ্যমন্ত্রীর এলাকা উন্নয়নের তহবিলে নির্মিত প্রতীক্ষালয়টি নিরাপত্তার কথা ভেবে বন্ধ করে দেওয়া হয়।
সুত্রের খবর, বেশ কিছু দিন ধরে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের যাত্রী প্রতিক্ষালয়ে অজানা লোকের আনাগোনা বারছে বলে অভিযোগ। এর দরুন রোগীর আত্মীয়রাই জায়গা পাচ্ছে না ওই প্রতিক্ষালয়ে। মূলত এই নিয়ে দিন কয়েক ধরে হাসপাতাল সুপার শঙ্করলাল ঘোষের কাছে রোগীর পরিবারের অভিযোগ আসছিল বলে জানা যায়। আর সেই অভিযোগের ভিত্তিতে ৭ই এপ্রিল হাসপাতালের সুপার শঙ্করলাল ঘোষ হাসপাতালে কর্তব্যরত পুলিশকে সঙ্গে নিয়ে প্রতীক্ষালয়ে ঢোকেন এবং তখন যারা ওখানে শুয়ে বসে ছিল তাদের কেউই হাসপাতালে ভর্তি নেই বলেও জানান। পাশাপাশি তিনি বলেন প্রতীক্ষালয়ে কিছু দৃষ্টিকটু কাজও চলছিল তাই নিরাপত্তার কথা ভেবে বন্ধ করে রাখা হয় খাদ্যমন্ত্রীর এলাকা উন্নয়নের তহবিলে নির্মিত এই প্রতীক্ষালয়টি। অপরদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় থানার সঙ্গে আলোচনা করে তবেই খোলা হবে প্রতিক্ষালয়টি হাসপাতাল সুত্রে এমনটাই জানা যায়।
উল্লেখ্য এর আগেও হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ঘটেছে প্রতিক্ষালয় থেকে চুরির ঘটনা ঘটেছে। অচেনা ব্যক্তির মৃতদেহও মিলেছে এই প্রতিক্ষালয় থেকে।