32 C
Kolkata
Tuesday, April 16, 2024
spot_img

কংগ্রেসের প্রার্থীদের উপর দুস্কৃতি হামলার প্রতিবাদে আইনজীবীদের পথ অবরোধ

শান্তনু বিশ্বাস, বসিরহাট:

৭ই এপ্রিল উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা আদালতের সিভিল বার অ্যাসোসিয়েশনের কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা উত্তর ২৪ পরগনা গ্রামীণ সভাপতি আইনজীবী অমিত মজুমদেরার সেরেস্থায় এদিন দুপুরে হামলা চালায় এক দল দুস্কৃতি।

অভিযোগ, বসিরহাট ১ নম্বর ব্লকের গাছা অঞ্চল এলাকার জেলা পরিষদ প্রার্থী কংগ্রেসের জেসমিন বিবি এদিন দুপুরে ওই সেরেস্থায় বসে ফর্ম পূরণ করছিলেন। সেই সময় তার উপর হামলা চালায় দুস্কৃতিরা। এমনকি মহিলাকে মারধরের পাশাপাশি অমিতবাবুর সেরেস্তায়ও ভাঙচুর করে তারা।

তবে গণ্ডগোল চলাকালীন খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুষ্কৃতী হোসেন আলি গাজী, আকতারুল গাজী, রহমত আলি গাজী ও জাকীর আলি গাজী নামে ৪ জনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। অপরদিকে ৬ই এপ্রিল একইভাবে প্রার্থীর উপর হামলার সময় দুস্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছিলেন বসিরহাট কোর্টের আইনজীবী উদয়াদ্রী ভট্টাচার্য।

মুলত নির্বাচনের আগে পরপর দুটি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আইনজীবীদের মধ্যে। যার পরিপ্রেক্ষিতে এদিন কোর্টের কাজ বন্ধ করে বসিরহাট থানার আইসি দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের অপসারনের দাবিতে মহকুমা শাসকের দপ্তরে হাজির হন আইনজীবীরা। সেখান থেকে বেরিয়ে দপ্তরের সামনে ইটিন্ডা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

এরপর ঘটনাস্থলে ধৃত ৪ দুস্কৃতির বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়ে বসিরহাটের এসডিও আশিষ মৌর্জ বলেন, 'আইনজীবীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে'। এদিন ওই ৪জন দুস্কৃতিকে বসিরহাট আদালতে তোলার প্রতিশ্রুতি পাওয়ার পরই অবরোধ তুলে নেন আইনজীবীরা।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles