34 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

জিওকে টেক্কা দিতে এবার আইপিএলে নানা প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল

ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ

সম্প্রতি জিও ক্রিকেট ভক্তদের জন্য নিয়ে এসেছে বিশেষ আইপিএল প্ল্যান। এবার তাকে টেক্কা দিতে এয়ারটেলের স্ট্রিমিং অ্যাপ এয়ারটেল টিভিতে আইপিএল-এর ম্যাচ লাইভ ও তার হাইলাইটস দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। হটস্টারের মাধ্যমেই এই পরিষেবা পাবেন এয়ারটেলের গ্রাহকেরা। এর জন্য আলাদা করে একটি ক্রিকেট সেকশন খোলা হয়েছে এয়ারটেল টিভি অ্যাপ। তবে গ্রাহকদের এই অ্যাপের নতুন ভার্সন আপডেট করে নিতে হবে।

অপরদিকে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য ‘১০০০ জিবি ফ্রি ডেটা অফার’-এর মেয়াদ বাড়িয়েছে এয়ারটেল। ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই অফারের সুবিধা পাওয়া যাবে। কোনও মাসে ডেটা পুরো খরচ না হলেও, উদ্বৃত্ত ডেটা পরের মাসে যোগ হতে থাকবে।

এমনকি ৬৪৯ টাকার পোস্টপেড প্ল্যানে ৫০ জিবি ৩জি/৪জি ডেটা দেওয়া হচ্ছে। উদ্বৃত্ত ডেটা পরের মাসে যোগ করা যাবে। একই সঙ্গে অ্যামাজন প্রাইমের এক বছরের মেম্বারশিপও বিনামূল্যে পাওয়া যাবে এই প্ল্যানে। এছাড়াও উইঙ্ক মিউজিক, লাইভ টিভি ও সিনেমা, হ্যান্ডসেট ড্যামেজ প্রোটেকশনের সুবিধাও মিলবে।

প্রসঙ্গগত এয়ারটেলের একটি বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামগুলির বাইরে বিশেষ মিমো বা মাল্টিপল-ইনপুট-মাল্টিপল-আউটপুট প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রি-৫জি প্রযুক্তির ব্যবহারের ফলে এত দর্শক থাকলেও নেটওয়ার্ক বসে যাওয়ার সমস্যা হবে না বলেই দাবি এই টেলিকম সংস্থার।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles