31 C
Kolkata
Friday, March 29, 2024
spot_img

বাংলাদেশের এমপি-মন্ত্রীদের চুরির খবর ঢাকতে ৩২ ধারা : আবদুর রব

মিজান রহমান, ঢাকা:

বাংলাদেশে স্বাধীনতার পতাকা উত্তোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব বলেছেন, ‘এমপি-মন্ত্রীদের চুরিধারীর খবর ঢাকতে ৩২ ধারা আইন করছে বাংলাদেশ সরকার।’ যাহা ৫৭ তাহাই ৩২ উল্লেখ করে তিনি বলেন, ‘সমৃদ্ধশীল একটি জাতি বা দেশ উন্নত জাতি হিসেবে টিকে থাকার জন্য স্থিতিশীলতা, গণতন্ত্র, মৌলিক অধিকার, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা দরকার। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও সংবাদপত্রের স্বাধীনতা না থাকায় সব ম্লান হয়ে যাচ্ছে। স্মরণ রাখতে হবে সাংবাদিকদের কারণেই মার্কিন যুক্তরাজ্যে সরকারের পতন হয়েছে।’ ৬ই এপ্রিল দুপুরে লক্ষীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন আসম আবদুর রব।

জেএসডি সভাপতি আরও বলেন, ‘জনগণের সবচাইতে বড় শক্তি হচ্ছে আইনের শাসন ও কোট-কাচারী। কিন্তু আজ আইনের শাসন নেই, ভোটাধিকার নেই। মাত্র দুই কোটি টাকার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, অথচ লক্ষ কোটি টাকা এ দেশ থেকে লুটপাট হয়েছে।’ সরকার দলীয় লোকজন ব্যাংক লুট ও মূলধন খেয়ে ফেললেও তার বিচার হচ্ছে না বলে মন্তব্য করেন আসম রব। এসময় উপস্থিত ছিলেন— জেএসডি সহ-সভাপতি বেগম তানিয়া রব, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মনছুরুল হক, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles