শান্তনু বিশ্বাস, বনগাঁ:
Thank you for reading this post, don't forget to subscribe!
১২ ই ফেব্রুয়ারি ট্রাক চুরির অপবাদে ৩ জন যুবককে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের নাম সুমন পাল (২২) ,বিশ্বজিৎ সর্দার(১৮) ও সৌমেন মন্ডল (২০)। মূলত এদিন পুলিশের গোপন সুত্র মারফৎ রাত ২ টো নাগাদ বনগাঁ থানার বাঁজিতলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সুত্রপাত ঘটে ১০ই ফেব্রুয়ারি রাতে। এদিন রাতে গোপালনগর থানার অন্তর্গত সুন্দরপুর এলাকার এক বাসিন্দা জয়দুল মণ্ডল তার ট্রাকটি বনগাঁর স্থানীয় একটি ধরমকাটার পাশেরেখে বাড়ি চলে যান। কিন্তু সকালে এসে দেখেন ট্রাকটি নেই, এরপর সে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই বনগাঁ থানার পুলিশ তদন্ত শুরু করলে জানতে পারেন ধৃত ৩ জন যুবকের মধ্যে একজনের বাড়ি দমদম এবং বাকি দুজনের বাড়ি বনগাঁর কুটিবাড়ি এলাকায়। পাশাপাশি এদিন উদ্ধার হয় চুরি যাওয়া ট্রাকটি। বর্তমানে ধৃত ৩ জন যুবককে পুলিশ দশ দিনের পিসি চেয়ে বনগাঁ আদালতে পাঠিয়েছে ৷