29 C
Kolkata
Sunday, March 24, 2024
spot_img

ভিনদেশের যাএীর মৃত্যু চলন্ত ট্রেনে

শান্তনু বিশ্বাস, বারাসাতঃ

৬ই এপ্রিল ডাউন বনগাঁ শিয়ালদহ লোকাল ট্রেনে মৃত ১ ব্যক্তি। মূলত চলন্ত ট্রেনে বসেই অসুস্থ বোধ করেন ওই ব্যক্তি। পরে মাঝ পথেই চলন্ত ট্রেনে মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর বারাসত স্টেশন থেকে ঐ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে বারাসত জি আর পি।

পুলিশি সুত্রে জানা যায়, মৃত ব্যাক্তির নাম মোস্তাফিজুর রহমান খান(৬৫)। বারাসত জি আর পি ওসি বিদ্যুৎ সাপুই জানিয়েছেন, মৃত মোস্তাফিজুর রহমান খানের কাছ থেকে একটি ব্যাগও উদ্ধার হয়েছে। পুলিশ সেই ব্যাগ থেকে বাংলাদেশ থেকে ভারতে আসার বৈধ পাসপোর্ট এবং ডাউন শিয়ালদহ পযর্ন্ত ট্রেনের টিকিটও পাওয়া যায়। ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন জি আর পি।

ঘটনা সুত্রে জি আর পি ওসি বলেন , ১২ টা ৪৭ মিনিটে মোস্তাফিজুর বনগাঁ থেকে উঠেছিলেন। তার বাড়ি বাংলাদেশের রাজাপুর এলাকায়। চলন্ত ট্রেনের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃতের ব্যাগ থেকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাদপাতালের চিকিৎসা সংক্রান্ত একটি ফাইল উদ্ধার করেছে জি আর পি। সেই সুত্র ধরেই পুলিশের ধারনা তিনি চিকিৎসার জন্যই এদেশে এসেছিলেন। জি আর পি ব্যাগ থেকে পাওয়া ফোন নম্বরে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশে তার পরিবারের সঙ্গে। কলকাতাতেও তার আত্মীয়দের সঙ্গে কথা হয়েছে এবং তাদের বারাসত জি আর পি থানায় আসতে বলা হয়েছে। তবে ঠিক কী কারনে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন বারাসাত জি. আর.পি।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles