Webdesk, Bengal Today:
Thank you for reading this post, don't forget to subscribe!
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের হুয়ালিয়েন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। এর জেরে মৃত্যু হয় ৪ জনের এবং আহত হন কমপক্ষে ১৪৫ জন। মূলত প্রবল কম্পনের জেরে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি, হোটেল, সেনা হাসপাতালও। তবে এই কম্পনের জেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হুয়ালিয়েনের।
উল্লেখ্য ৬ ই ফেব্রুয়ারি রাত ১২ টা নাগাদ কেঁপে ওঠে তাইওয়ানের পূর্ব উপকূলের একটি বড় অংশ। এর দরুন এখনো ভেঙে পরা বাড়িঘরের মধ্যে আটকে রয়েছেন বহু মানুষ। এমনকি ভেঙে পড়েছে হুয়ালিয়নের মার্শাল হোটেল। বিশেষজ্ঞদের মতে বিগত ১০ বছরের মধ্যে এত তীব্র ভূমিকম্প হয়নি।
বর্তমানে হুয়ালিয়নের জনসংখ্যা ১ লাখ। এর মধ্যে জলের সংযোগ নষ্ট হয়ে গিয়েছে প্রায় ৪০ হাজার বাড়িতে। বিদ্যুৎ সংযোগ নেই প্রায় ২ হাজার বাড়িতে। উদ্ধারকারী দল ক্রেনের সাহায্যে ধ্বংস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। তবে আশঙ্কা করা হচ্ছে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।