Webdesk, Bengal Today:
Thank you for reading this post, don't forget to subscribe!
৭ ই জানুয়ারি দুপুর ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার বারাসাতের সূর্যসেন পল্লি এলাকায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে বছর ৬০ এর স্থানীয় এক ইলেকট্রিক মিস্ত্রিকে গ্রেফতার করেন পুলিশ। ধৃতের নাম তপন সেন।
সুত্রের খবর এদিন বেলা ১২ টা নাগাদ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর উপর সে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। এরপর কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পালাতে গেলে অভিযুক্ত ইলেকট্রিক মিস্ত্রিকে স্থানীয়রা ধরে ফেলেন। এরপর স্থানীয়রাই বারাসাত থানার পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে।
পুলিশি সুত্রে খবর, ঘটনার দিন রাতে ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। এমনকি তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়।