শান্তনু বিশ্বাস, হাবড়া:
Thank you for reading this post, don't forget to subscribe!
৫ই এপ্রিল হাবড়া থানার অন্তর্গত হাবড়া ১নং ব্লকের রাউতারা পঞ্চায়েতের মালিকগ্রাম এলাকায় কাদের মন্ডল ও সিদ্দিক মন্ডল নামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে জানা যায়। সংঘর্ষের দরুন বেশ কিছু জন আহত হন।
সুত্রের খবর, ৫ই এপ্রিল বিকেলে হাবড়া থানার অন্তর্গত হাবরা ১নং ব্লকের রাউতারা পঞ্চায়েতের মালিকগ্রাম এলাকায় প্রার্থী বাছাই হবার সময় কাদের মন্ডল হঠাৎ বাঁশ, লাঠি নিয়ে সিদ্দিকের লোকজনকে আঘাত করে বলে অভিযোগ। সংঘর্ষের দরুন কাদের গোষ্ঠীর ৬ জন আহত হয়। ঘটনায় গুরুতর আহত হন আব্বাস আলি, সাহাজান মন্ডল ও আবদুল খায়ের। অপরদিকে সিদ্দিক গোষ্ঠীরও ২ জন সরজিৎ মন্ডল ও খায়ের মন্ডল আহত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন বিকেলে প্রার্থী বাছাই হবার সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের দরুন দুই গোষ্ঠীর লোক আহত হন। এরপর আহত ব্যক্তিদের হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত ব্যক্তিরা হাবড়া হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। মূলত এই ঘটনার দরুন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশি সুত্রে খবর, ঘটনার খবর পাওয়ার পর এদিন হাবড়া থানার পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানান।