ওয়েব ডেস্ক, বেঙ্গল টুডেঃ
Thank you for reading this post, don't forget to subscribe!
এবারের ২১ তম কমনওয়েলথ গেমসের শুরুটা দুর্দান্ত হল ভারতের ৷ প্রথম দিনেই পদক আনতে সফল ভারতীয়রা ৷ আর এই পদক এল ভারত্তোলন থেকে ৷ মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা আনলেন মীরাবাঈ চানু ৷
কমনওয়েলথে ৪৮ কিলো বিভাগে তিনটি বারের প্রচেষ্টায় কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু ৷ তিনি তিনটি সফল প্রয়াসে তাঁর ওজনের দ্বিগুণেরও বেশি ওজন তোলেন। মূলত তিনটি বারে ১০৩ কেজি, ১০৭ কেজি, ১১০কেজি ভারত্তোলন করেন। এদিন সাফল্যে উচ্ছ্বসিত হয়ে যান মীরাবাঈ চানু। তিনি যে রেকর্ড ভেঙে দেবে তা তিনি আশা করেননি। তবে তার এই কৃতিত্ব অর্জন করতে কঠোর পরিশ্রম করতে হয় বলেও জানান।
মীরাবাঈ চানু বলেন, কমনওয়েলথ গেমসের পর তাঁর পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমস। এবার সেখানেও ভালো ফল করতে চান তিনি। তবে তিনি জানেন এশিয়ান গেমসের লড়াই কঠিন হবে, কারণ সেখানে চিন ও থাইল্যান্ডের প্রতিযোগীরা থাকবেন। তাই আরো পরিশ্রম করতে হবে। এখানে সেরকম লড়াই না থাকলেও তিনি তাঁর সেরাটাই দিয়েছেন বলে জানিয়েছেন চানু।
উল্লেখ্য এর আগে ২০১৪-র গ্লাগসো কমনওয়েলথ গেমসে রূপো জিতেছিলেন চানু। এমনকি ২৩ বছরের এই ভারত্তোলক সবচেয়ে বেশি ১৯৪ কেজি ওজন ( ৮৪ কেজি স্ন্যাচ এবং ক্লিন ও জার্কে ১০৯ কেজি ) তুলে কয়েকমাস আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তবে এই বিভাগে রূপো জিতেছেন মরিশাসের মেরি রানাইভোসোভা। ব্রোঞ্জ পেয়েছেন দিনুসা গোমস।