Webdesk, Bengal Today:
Thank you for reading this post, don't forget to subscribe!
৭ ই ফেব্রুয়ারি গড়িয়াহাটে স্পা এর আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার ১৪ জন। এমনকি ধৃতদের এদিন আদালতে তোলা হলে ৪ জন দালালকে পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়। এবং বাকিরা জামিন পেয়ে যান।
পুলিশি সুত্রে খবর, এদিন পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে গড়িয়াহাটের ৮১ নম্বর পি সি সরকার সরণি এলাকার একটি স্পা-এ ৬ ই ফেব্রুয়ারি অভিযান চালায় পুলিশ। তখন সেখানে কাস্টমার, যৌনকর্মী, দালাল মিলিয়ে মোট ১৬ জন ছিল। পুলিশ আসার খবর পেয়ে ২ জন পালিয়ে যায়। বাকিদের লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং বিভাগের পুলিশ গ্রেপ্তার করে।
যদিও ধৃতদের মধ্যে ৭ জন মহিলার মধ্যে ৬ জন যৌনকর্মী এবং ১ জন দালাল এছাড়া ৭ জন পুরুষের মধ্যে ২ জন কাস্টমার, ২ জন ম্যানেজার ও বাকি ৩ জন দালাল ছিল বলেই জানান। এমনকি জেরায় পুলিশ জানতে পারেন, বিভিন্ন এলাকা থেকে যুবতিরা এসে সেখানে দেহব্যবসা করত। ধৃত সকলের বয়স ২২-২৩ বছরের আশপাশে।