41 C
Kolkata
Saturday, April 20, 2024
spot_img

ফেসবুক, ইউটিউব, গুগলকে করের আওতায় আনার আহ্বান-বাংলাদেশ

বেঙ্গলটুডে প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের অনলাইন মাধ্যমগুলোতে বিজ্ঞাপন দিয়ে প্রচুর অর্থ আয় করছে জয়ান্ট সার্চ ইঞ্জিন গুগল সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউব। কিন্তু সরকার এই মাধ্যমগুলো থেকে কোন রাজস্ব পাচ্ছে না। এমনকি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় গণমাধ্যমগুলোও। তাই এই অবস্থায় ইন্টারনেটের এই মাধ্যমগুলোকে করের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ৪ ঠা এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সংবাদপত্র শিল্প মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এ বিষয়ে কথা হয়। এতে বক্তারা ফেসবুক, ইউটিউব, গুগলকে করের আওতায় আনার আহ্বান জানান।

সভায় তাদের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, "আগামী বাজেটে এর প্রতিফলন থাকবে। এদেশে ইউটিউব ও ফেসবুকের প্লানেস হচ্ছিল এত দিন। প্লানেসের দিন শেষ হয়েছে। এখন তাদের করের আওতায় আনা হবে।"

সভায় নোয়াবের সভাপতি মতিউর রহমান বলেন, "ইউটিউব-ফেসবুকে অবাধ বিজ্ঞাপনের কারণে রাজস্ববঞ্চিত হতে হচ্ছে। ইউরোপ সহ উন্নত বিশ্ব এমনকি ভারতেও এদের ওপর কর আরোপ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে না। তারা প্রচুর পরিমাণ অর্থ আয় করে নিয়ে যাচ্ছে। অথচ সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এটা অবশ্যই করের আওতায় আনা উচিত।

এছাড়া নোয়াব সভাপতি আরও বলেন, "সংবাদপত্রের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে নিউজপ্রিন্ট আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার, কর্পোরেট কর হার হ্রাস, বিজ্ঞাপনের ওপর অগ্রিম আয়কর ও ভ্যাট প্রত্যাহার করতে হবে।"

মতিউর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে এনবিআর বলছে, আগমী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এদেরকে করের আওতায় আনা হবে। এ সময় নোয়াব এবং অ্যাটকো নেতারা বিষয়টির উপর জোর গুরুত্বারোপ করার দাবি করেন।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles