শান্তনু বিশ্বাস, অশোকনগর:
Thank you for reading this post, don't forget to subscribe!
৬ই ফেব্রুয়ারি রাত ১১ টা নাগাদ অশোকনগর থানার অন্তর্গত চড়কপাড়া এলাকায় কমল ঘোষ নামক এক ব্যক্তিকে গলায় ছুরি মেরে খুন করার চেষ্টায় ধৃত ১। ধৃতের নাম রাজু চ্যাটার্জী। বাড়ি দওপুকুর থানার অন্তর্গত নিবাধুই এলাকায়।
সুত্রের খবর, দওপুকুর থানার অন্তর্গত নিবাধুই এলাকার বাসিন্দা রাজু চ্যাটার্জী অশোকনগর থানার অন্তর্গত চড়কপাড়া এলাকার বাসিন্দা কমল ঘোষের থেকে বছর খানেক আগে ৩৩ হাজার টাকা ধার নিয়েছিল। আর সেই টাকা শোধ করার জন্য সুদে হারে মাসে উনিশও টাকা করে শোধ করছিল। এর দরুন এই ধারে নেওয়া টাকা শোধ করতে কয়েক মাস দেরি হওয়ায় রাজুকে অপমান জনক কথা বলছিল কমল। মূলত সেই অপমান সহ্য করতে না পেরে কমলকে খুন করার চেষ্টা করে রাজু। আর তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৬ই ফেব্রুয়ারি ঘুরতে গিয়ে হঠাৎই কমলকে বিড়া এলাকার একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় রাজু এবং সেখানেই গলায় ছুরি দিয়ে খুন করার চেষ্টা করে। কিন্তু তাঁর সেই পরিকল্পনায় সে সফল হতে পারে না। কারন সেই মুহূর্তে পালিয়ে প্রানে বাঁচে কমল। এরপর তাকে গুরুতর অবস্থায় বারাসাত মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
পুলিশি সুত্রে খবর, ঘটনার দিন রাতেই স্থানীয় অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর সেই অভিযোগের ভিত্তিতে ৭ ই ফেব্রুয়ারি রাজুর বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ। এমনকি ৭ ই ফেব্রুয়ারি ধৃতকে বারাসাত আদালতে পাঠানো হলে তদন্তের সাথে ৪ দিনের পি সি নেওয়া হয় বলে জানান। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান।