Webdesk, Bengal Today:
Thank you for reading this post, don't forget to subscribe!
ভারতীয় সময় অনুযায়ী ৬ ই ফেব্রুয়ারি রাত ১ টার কিছু পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে নাসার মহাকাশকেন্দ্র থেকে রওনা হয় রকেটটি। এমনকি এই রকেটটি ব্যবহার করে এলন মাস্ক-এর সংস্থা স্পেস এক্স।
মূলত ফ্যালকন হেভি ৭০ মিটার উঁচু ও ১২ মিটার চওড়ায় মোট ২৭ টি ইঞ্জিন রয়েছে। দু’টি পর্যায়ে প্রজ্জ্বলিত হয় এই রকেট। এমনকি এদিন উৎক্ষেপণ দেখতে কেপ ক্যানাভেরালে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ।
উল্লেখ্য ফ্যালকন হেভির প্রথম উতক্ষেপনে ভর হিসাবে একটি টেসলা রোডস্টার গাড়ি মহাকাশে পাঠিয়েছে স্পেস এক্স। এর দরুন প্রয়োজনমত যে কোন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে পারবে তাঁরা।
এক্ষেত্রে স্পেস এক্সের তরফে জানানো হয়, পৃথিবীর নিম্ন কক্ষে ৬৩ টনেরও বেশি ভর উৎক্ষেপণ করতে পারবে ফ্যালকন হেভি। এমনকি মঙ্গলে নিয়ে যেতে পারবে ১৬ টনেরও বেশি ভর।