সর্বাণী দে, বেঙ্গল টুডেঃ
৪ ঠা এপ্রিল সকাল থেকেই উত্তর ২৪ পরগণার অন্তর্গত সোদপুর স্টেশনে রেল অবরোধ। এর দরুন চরম দুর্ভোগে পরেন নিত্যযাত্রীরা। অভিযোগ, এদিন সকাল ৮ টা নাগাদ ডাউন গেদে লোকাল ঘোষণা করার পর ট্রেনটি গেলোপিন ট্রেন হওয়ায় বহু যাত্রী প্রাণহানি থেকে রক্ষা পান। মূলত এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পরেন নিত্যযাত্রী সহ স্থানীয়রা। পাশাপাশি ভাঙচুর করা হয় স্টেশন চত্বরে। তবে ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এক্ষেত্রে ইস্টার্ন রেলওয়ে চিফ পাবলিক রিলেশন অফিসার রবীন্দ্রনাথ মাহাপাত্র বেঙ্গল টুডের প্রতিনিধিকে জানান, “এদিন সকাল থেকে সোদপুর স্টেশনে যে রেল অবরোধ হয় তাঁর দুটি কারন উল্লেখ করেন। প্রথমত, এদিন সকাল থেকে ট্রেন লেট ছিল এবং দ্বিতীয়ত এদিন সকালে ভুল ঘোষণা করা হয় অর্থাৎ এদিন বলা হয় ডাউন গেদে লোকাল কিন্তু সেটি আসলে গেলোপিন ট্রেন “। যদিও অপরদিকে রেলর আধিকারিকরা বলেন, তারা কোন ভুল ঘোষণা করেননি।
এছাড়া তিনি আরও বলেন, “ট্রেন দেরিতে আসার কারন পূর্বেই ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে সাংবাদ মাধ্যমের মাধ্যমে সমগ্র যাত্রীদের জানানো হয়েছিল।” এবং বিগত ৩ দিন ধরে হালিশহর এলাকায় রেল লাইনে ইন্ট্রাল লকিংয়ের কাজ চলছে। আর এদিন ৪ঠা এপ্রিল রেল লাইনের মেরামতির শেষদিন। তবে তিনি আশ্বাস দেন এদিন বেলা ১১.৫৮ নাগাদ অবরোধ উঠে যায় এবং বিকেল ৪ টের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হয়ে যাবে ।