24 C
Kolkata
Monday, March 25, 2024
spot_img

মনোনয়ন পত্রের ফর্ম দেওয়াতে কিপটেমির অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে

সন্দীপ ঘোষ, ঝাড়গ্রাম:

মনোনয়ন পত্রের ফর্ম দেওয়াতে কিপটেমির অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। একটি করে মাত্র মনোনয়ন পত্র দেওয়া হচ্ছে। কোন ভাবে ওই একটি পত্র নষ্ট হলে আর সুযোগ নেই । অথচ এক এক জন প্রার্থী চারটে করে মনোনয়ন পত্র পাওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে দেওয়া হচ্ছে একটি মনোনয়ন পত্র। ৩রা এপ্রিল এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস।

অভিযোগ, ইচ্ছে করেই এমন কান্ড করা হচ্ছে। যাতে একটা নষ্ট হলে আবার যাতে মনোনয়ন জমা করতে না পারে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসনিক আধিকারিকেরা।

ঝাড়গ্রামের মহকুমা শাসক নকুলচন্দ্র মাহাত বলেন, প্রথমে একটা দেওয়া হচ্ছে। কিন্তু চাইলেই আবার দেওয়া হচ্ছে। কোন সমস্যাই নেই এক এক জন চারটে করে মনোনয়ন পত্র পাবেন।

উল্লেখ্য এদিন কংগ্রেসের পক্ষ থেকে জেলাপরিষদের আসনের জন্য ছয় জন মনোনয়ন পত্র জমা করেছেন। গোপীবল্লভপুর এক ব্লকে এক জন, সাঁকরাইল ব্লকে দুই জন , জামবনি ব্লকে দুই জন এবং বিনপুর এক ব্লকে একজন মনোনয়ন পত্র জেলাপরিষদ আসনের জন্য জমা করেন। আর জেলাপরিষদের মনোনয়ন পত্র তোলা জমা করার ক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকে এদিন কিপটেমির অভিযোগ তোলা হয়েছে।

ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, একটি করে মনোনয়ন পত্র দেওয়া হচ্ছে। চারটে করে পাওয়ার কথা। এত কিপটেমির কারন হল যাতে একটা নষ্ট হলে আর মনোনয়ন পত্র দাখিল না করা যায় সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গগত, মনোযোগ পত্র দাখিলের দ্বিতীয়ত দিনে গ্রাম পঞ্চায়েত আসনে মনোনয়ন পত্র দাখিলে এগিয়ে রইল বিজেপি। গ্রামপঞ্চায়েত আসনে এদিন মোট মনোনয়ন পত্র দাখিল হয়েছে ১২টা। এর মধ্যে ৯ টা বিজেপি এবং ২টি তৃণমূল, ১টা নির্দল। পঞ্চায়েত সমিতির আসনেও একটি মনোনয়ন পত্র দাখিল হয়েছে। সেটি বিজেপির পক্ষ থেকেই করা হয়েছে। এদিনও বামফ্রন্টের পক্ষে কোন দল কোন ক্ষেত্রেই মনোনয়ন পত্র দাখিল করেনি। বিজেপির পক্ষ থেকে ত্রিস্তরে প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার কথা বলা হয়েছে।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles