39 C
Kolkata
Thursday, April 18, 2024
spot_img

সকাল থেকেই সোদপুর স্টেশনে রেল অবরোধ

সর্বাণী দে, বেঙ্গল টুডে:

৪ ঠা এপ্রিল সকাল ৮টা থেকে উত্তর ২৪ পরগনার সোদপুর স্টেশন অবরোধ। অভিযোগ, এদিন সকাল ৮টা নাগাদ ডাউন গেদে লোকাল ঘোষণা হওয়ার পর ট্রেনটি স্টেশনে দাঁড়ায়নি। অর্থাৎ ট্রেনটি গেলোপিন সেটি লোকাল বলে ভুল ঘোষণা করায় সাধারন যাত্রীরা তা বুঝতে না পারায় বহু লোক ট্রেনটি ধরার জন্য উদ্যোগী হন। এর দরুন বহু লোকের প্রানহানির সংশয় হতে দেখা যায়। এরপরই ঘটনাস্থলে উপস্থিত নিত্য যাত্রীরা ক্ষোভে ফেটে পরেন এবং সাথে সাথে আপ লাইনে ট্রেন আসায় ট্রেনটিকে দাড় করিয়ে অবরোধ দেখান, পাশাপাশি পুরো স্টেশন চত্বর ভাঙচুর করেন স্থানীয় নিত্যযাত্রীরা। এদিন এই ঘটনার পর ১১.৩০ মিনিট পর্যন্ত এখনও অবরোধ চলছে বলে জানা যায়। তবে সোদপুর স্টেশনে অবরোধের সাথে সাথে খড়দহ স্টেশন চত্বরে স্থানীয় যাত্রীরাও অবরোধ দেখান।

প্রসঙ্গগত এই সবের মাঝে স্থানীয়দের বক্তব্য সম্প্রতি চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আর এই পরীক্ষা চলাকালীন এই ঘটনার দরুন বহু ছাত্র ছাত্রী যারা দূর দুরান্ত থেকে বিভিন্ন স্থানে পরীক্ষা দিতে আসছেন এদিন তাদের চরম বিপদের মধ্যে পড়তে হয়। অপরদিকে প্রায় ৩ ঘন্টা এই অবরোধ চলায় এদিন চরম নাকালের মধ্যে পরতে হয় নিত্যযাত্রীদের।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles