32 C
Kolkata
Saturday, March 23, 2024
spot_img

খড়দহ ডাঙাপাড়া এলাকায় ড্রেনের উপর জবর দখল করা দোকান ভেঙে দিল পৌরসভা

শর্বাণী দে, খরদহঃ

খড়দহ পৌরসভার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই রাস্তার ধারে ড্রেনের কালভারটের উপর জবরদখল করে গজিয়ে উঠেছিল বেশ কয়েকটি দোকান। আজ ৩রা এপ্রিল, ২০১৮ খড়দহ পৌরসভার ডাঙাপাড়া এলাকায় ওল্ড কলকাতা রোডের ধারে ড্রেনের উপর জবরদখল করে তৈরী করা ওই ১০ টি দোকান ভেঙে দিল খড়দহ পৌরসভা।

[espro-slider id=3306]

ঘটনাস্থলে হাজীর ছিলেন স্বয়ং পৌরপ্রধান তাপস পাল। পৌরপ্রধান তাপস পাল জানান, “এই সব জবর দখল করা দোকানের জন্য ড্রেন গুলি পরিষ্কারের সমস্যা হচ্ছিল তাই তাদের এই পদক্ষেপ।” তিনি আরও বলেন “একটি অসাধু চক্র সরকারি জায়গা দখল করে এই সব দোকান বসাচ্ছে এবং দোকান মালিকদের থেকে ৭০ হাজার টাকা নিচ্ছে। এর পর এমন দোকান চোখে পরলে পৌরসভার তরফে আইনি পদক্ষেপ নেওয়া হবে।” সেই সময় উপস্থিত মানুষজন খড়দহ পৌরসভার এই কর্মকাণ্ড নিয়ে বলেন, “এই রকম সরকারি জমি জবর দখল করে প্রায় বিভিন্ন্য পৌরসভা এলাকায়ই দেখা যায় বসেছে দোকান, এতে যেমন রাস্তা ছোট্ট হয়ে যায় তেমনই রাস্তায় চলাচল করা পথচারীদের পড়তে হয়ে মহা সমস্যায়।” তাই প্রতিটি পৌরসভা যদি খড়দহ পৌরসভার মত এই উদ্যোগ নেয় তাহলে আঁখেরে যে সাধারণ মানুষের সুবিধাই হবে তা বলাই বাহুল্য।

Related Articles

Stay Connected

17,141FansLike
3,912FollowersFollow
21,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles