Webdesk, Bengal Today:
Thank you for reading this post, don't forget to subscribe!
২২ জন নাবিক সহ এমটি মেরিন এক্সপ্রেস নামের সেই তৈলবাহী জাহাজটি অবশেষে জলদস্যুদের হাত থেকে মুক্তি পেল। মূলত ৬ দিন পর খোঁজ মিলল সেই ভারতীয় তৈলবাহী জাহাজটির। উল্লেখ্য ৬ ই ফেব্রুয়ারি বিদেশ মন্ত্রক এই খবরটি জানান। এমনকি জাহাজের সব নাবিক সুরক্ষিত রয়েছে।
প্রসঙ্গগত এমটি মেরিন এক্সপ্রেস নামের ওই তৈলবাহী জাহাজটি ১৩,৫০০ টন গ্যাসোলিন বহন করছিল। ভারতীয় মুদ্রায় যার বাজার দর ৫২ কোটি। আর এই জাহাজটির সাথে শেষ বার যোগাযোগ করা সম্ভব হয় ৩১ জানুয়ারি সন্ধে সাড়ে ৬টায় । সেই মুহূর্তে জাহাজটি বেনিনের কতোনু বন্দরে নোঙ্গর করা ছিল।
কিন্তু পরের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি রাত ২টা ৩৬ মিনিটে স্যাটেলাইট ট্রেকিং করার সময় দেখা যায় গিনি উপসাগরের নোঙ্গরস্থল থেকে হঠাৎ বেপাত্তা হয়ে যায় জাহাজটি। আর তারপরই কেন্দ্রীয় সরকার নাইজিরিয়া প্রশাসনের সাথে যোগাযোগ করেন। এমনকি বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ নিজে নাইজিরিয়া প্রশাসনের সাথে কথা বলেন। এরপর নাইজিরিয়া দেশের উপকুল রক্ষাবাহিনী জাহাজটির খোঁজ শুরু করেন। অবশেষে ৬ই ফেব্রুয়ারি জাহাজটি জলদস্যু মুক্ত হয় বলে জানা যায়।